Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসরাইলি অনুরোধ প্রত্যাখ্যান আব্বাসের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২১, ১২:০১ এএম

দীর্ঘ ১৫ বছর পর ফিলিস্তিনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। স¤প্রতি সেই নির্বাচন পেছানোর জন্য অনুরোধ জানিয়েছিল ইসরাইল। তবে তাদের এ অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সোমবার স‚ত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু। স্থানীয় আলম রেডিওকে দেয়া সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ও সিনিয়র নেতা মৌসা আবু মারজুক বলেন, আসন্ন নির্বাচন স্থগিত করার ব্যাপারে ইসরাইলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আমরা যে কোনো নির্বাচন পেছানোর বিরোধীতা করি। আনাদোলু এজেন্সি জানিয়েছে, এ দাবির পক্ষে ইসরাইল বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। অবশ্য আব্বাস-ফাতাহ বিভক্তির মধ্যে নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ফিলিস্তিনি এই নেতা। এর আগে গত সপ্তাহে ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের ভাগ্নে নাসের আল-কুদওয়াকে বরখাস্ত করেছে ফাতাহ। তার বিরুদ্ধে অভিযোগ, আসন্ন নির্বাচনে পৃথকভাবে অংশ নেয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। এদিকে, ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো সোমবার মিশরের রাজধানী কায়রোতে নির্বাচন সংক্রান্ত বিশেষ বৈঠকে অংশ নেবে বলে জানা গেছে। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট আব্বাস একটি ফরমান জারি করেন। সেই অনুযায়ী আগামী ২২ মে আইনসভা নির্বাচন, ৩১ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন এবং ৩১ আগস্ট জাতীয় কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশটিতে ২০০৬ সালে সর্বশেষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে সময় বিপুল ভোটে জয়লাভ করে হামাস। আনাদোলু।

 

 



 

Show all comments
  • তুষার ১৭ মার্চ, ২০২১, ৩:১৩ এএম says : 0
    প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একদম ঠিক কাজ করেছেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ