Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঢামেকে আগুনে নয়, ভেন্টিলেটর পরিবর্তনে ৩ জনের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২১, ২:৪২ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ডের সূত্রপাত ইলেকট্রিক স্পার্ক থেকে হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, যারা মারা গেছেন তারা আগুনে নয়, ভেন্টিলেটর পরিবর্তনে দুর্ঘটনার শিকার হয়েছেন।

আজ বুধবার দুপুরে মহাখালীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন তিনি।

এর আগে বুধবার সকালে নতুন ভবনের করোনা ইউনিটে কভিড আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন আইসিইউতে থাকা যত রোগী ছিলেন সবাইকে সরিয়ে ফেলা হয়। তাদেরকে পুরোনো বার্ন ইউনিটের আইসিইউ, নতুন ভবনের সিসিইউসহ বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

এদিকে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণ সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত এক মাসে প্রায় ২০ লাখ মানুষ চট্টগ্রাম অঞ্চল ভ্রমণ করেছেন, যাদের বেশিরভাগই স্বাস্থ্যবিধি মানেনি। এছাড়াও বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না।

তিনি বলেন, টিকা নিলেই করোনা মুক্ত হওয়া যাবে না। তাই করোনার উৎপত্তিতে নজর দিতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ