আফগান কেন্দ্রীয় ব্যাংকের তহবিল ছেড়ে দিন

নোবেল বিজয়ী জোসেফ স্টিগলিজসহ ৭০জনেরও বেশি অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞ গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে
মার্কিন সাইবার সিকিউরিটির জন্য নতুন যে ৬৫ কোটি ডলার তহবিল ঘোষণা করা হয়েছে, তার মধ্যে ১৫ কোটিই যাচ্ছে মাইক্রোসফটের কাছে। ম‚লত ক্লাউড প্লাটফর্ম নিরাপদ করতেই এ প্রণোদনা। আরো স্পষ্ট করে বললে, মাইক্রোসফটের জন্যই এ বাজেট ধরা হয়েছে। ম‚লত যে ফেডারেল এজেন্সিগুলোর সঙ্গে মাইক্রোসফটের চুক্তি আছে সেগুলো বাড়ানো ও ক্লাউডের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতেই এ পদক্ষেপ। মার্কিন সাইবার নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালনের জন্য এ খাতে কভিড-১৯ সহায়তা যাচ্ছে মাইক্রোসফটের ঘরে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।