Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

পুতিন একজন খুনি, তাকে মূল্য দিতে হবে : জো বাইডেন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ৯:৪৭ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন ‘খুনি’- এই মূল্যায়নে তিনি একমত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবিসি নিউজকে দেওয়া বিশেষ একটি সাক্ষাৎকারে তিনি এমন কথাই বলেছেন। গতকাল বুধবার সম্প্রচারিত হওয়া ওই সাক্ষাৎকারে বাইডেন বলেন, ২০২০ সালের মার্কিন নির্বাচনে ট্রাম্পের পক্ষে মস্কোর হস্তক্ষেপের জন্য ‘পুতিনকে মূল্য দিতে হবে’।
উল্লেখ্য, গত মঙ্গলবার মার্কিন গোয়েন্দা সংস্থা দেশটির বিগত প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর হস্তক্ষেপ নিয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকেই রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে আলোচনা হচ্ছে।
বিরোধীদের ওপর মস্কো সরকারের নির্মম হওয়ার অভিযোগে পুতিনকে তিনি ‘একজন খুনি’ হিসেবে মনে করেন কি না, এমন প্রশ্ন জিজ্ঞাসা করা হলে জো বাইডেন তখন বলেন যে, ‘আমি (পুতিনকে খুনি) মনে করি।’
প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর গত জানুয়ারিতে পুতিনের সঙ্গে ফোনালাপ নিয়ে বাইডেন বলেন, ‘আমি আপনাকে জানি, আপনিও আমাকে জানেন- এভাবেই তার সঙ্গে আমার ওই কথোপকথন শুরু হয়েছিল।’
রুশ পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার ভিয়াশেস্লাভ ভ্লোদিন তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘বাইডেন আমাদের দেশকে অপমান করেছেন। কারণ পুতিনের বিরুদ্ধে আক্রমণ মানে রাশিয়ার ওপর আক্রমণ।’
এদিকে পুতিনকে হুঁশিয়ারি দিলেও রাশিয়ার সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে চান বাইডেন। সাক্ষাৎকারে তিনি বলেন, কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে ‘একসঙ্গে কাজ করলে আমাদের উভয়ের স্বার্থই রক্ষা হবে।’ যেমন স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশান ট্রিটি (স্টার্ট) পুনরায় নবায়ন করা।
পুতিনের বিষয়ে বাইডেন বলেন, ‘আমি অন্যদের তুলনায় তাঁকে বেশি ভালো জানি। বিদেশি নেতাদের সঙ্গে কাজ করতে গেলে আমার অভিজ্ঞতায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের সম্পর্কে ভালোভাবে জানা।’ সূত্র : রয়টার্স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ