Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

পিকে হালদারসহ ৩৭ জনের বিরুদ্ধে দুদকের আরো পাঁচ মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২১, ১২:০৪ এএম

পি.কে হালদারসহ ৩৭ জনের বিরুদ্ধে আরও ৫টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া পিকে হালদারের ৩৩ সহযোগীর সম্পদ বিবরণী চাওযা হয়েছে। উপ-পরিচালক গুলশান আনোয়ারের নেতৃত্বে তিন সদস্যের টিমের অনুসন্ধান প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার এসব মামলা দায়ের করা হয়।

এজাহারে কাগুজে প্রতিষ্ঠান ‘লিপারো ইন্টারন্যাশনাল লিমিটেড’র নামে ১৭৪ কোটি টাকা, ‘আর বি এন্টারপ্রাইজ’র নামে ৫৫ কোটি টাকা, ‘ওকায়ামা লিমিটেড’র নামে ৮৭ কোটি ৬০ লাখ টাকা, ‘ইমেক্সো’র নামে ৫৮ কোটি টাকা এবং ‘কনিকা এন্টারপ্রাইজ’র নামে ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

এজাহার মতে, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের এমডি মো. রাশেদুল, ভারপ্রাপ্ত এমডি মো. আবেদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান এম এ হাশেম পি কে হালদারের সঙ্গে সহযোগিতা ও প্রতারণার মাধ্যমে কোনো মর্টগেজ গ্রহণ ছাড়াই ৫টি কাগুজে প্রতিষ্ঠানের নামে ৪শ’ ৩৪ কোটি ৬ লাখ টাকা ভুয়া ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন। পরবর্তী সময়ে বিভিন্ন লেয়ারিংয়ের মাধ্যমে ভুয়া কোম্পানি ও বিভিন্ন ব্যক্তির হিসাবে ওই অর্থ স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় ৩৭ ব্যক্তি শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এর আগে দায়েরকৃত ১০টি মামলায় ইন্টারন্যাশনাল লিজিং থেকে প্রায় ৮শ’ কোটি টাকা ভুয়া ঋণের মাধ্যমে উত্তোলন করে আত্নসাতের অভিযোগ আনা হয়। সবগুলো মামলায়ই পিকে হালদার (প্রশান্ত কুমার হালদার) অভিন্ন আসামি। অন্য আসামিরা হলেন, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান এম এ হাশেম, এমডি মো. রাশেদুল হক, ভারপ্রাপ্ত এমডি মো. আবেদ হোসেন এবং প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের বোর্ড সদস্যগণ। এরও আগে গত ২৫ জানুয়ারি পি কে হালদার কেলেঙ্কারিতে ৩৫০ কোটি ৯৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ৩৩ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা করে দুদক।



 

Show all comments
  • Mohamed Sajedur Rahman ২৪ মার্চ, ২০২১, ৫:০৩ এএম says : 0
    What is the use, P K Halder is already out of the country and he left the country with the help of the corners that are connected with the the Super Authority of the country/DUDOK/ or other.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুদক

২৫ জানুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ