আগামী মাসে পদ্মা সেতু চালু হলেও ফরিদপুর-কুয়াকাটা ৬ লেন মহাসড়ক এখনো সুদূর পরাহত!
আগামী মাসেই দেশের সর্ববৃহৎ উন্নয়ন প্রকল্প পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষে যান চলাচলে জন্য খুলে দেয়া হলেও এ সেতুর সাথে সংযুক্ত পায়রা বন্দর সহ দক্ষিণাঞ্চলের
গাইবান্ধার সুন্দরগঞ্জে খেলতে গিয়ে মাটিচাপা পড়ে আপন দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশুরা হলেন কিশামত সদর গ্রামের মাসুদ মিয়ার দুই ছেলে আব্দুল আলী (৭), আবির আলী (৪) ও শফিকুল ইসলামের ছেলে রিফাত মিয়া (৩)।
স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন আগে ওই গ্রামে ভেকু দিয়ে রাস্তা সংস্কার করা হয়। এতে রাস্তার পাশে বড়-বড় গর্তের সৃষ্টি হয়। আর এই তিন শিশু পরিবারের অজান্তে সেই গর্তে খেলতে গিয়ে মাটিচাপা পড়ে যায়। কিন্তু পরিবারের লোকজন শিশুদের না পেয়ে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে রাস্তার পাশের গর্তে বালি মাটির চাপা পড়া এক শিশুর পা দেখতে পেয়ে পরিবারের লোকজনকে জানায়। এরপর মাটির চাপার নীচ থেকে তিন শিশুর মৃত দেহ উদ্ধার করে। একই সঙ্গে তিন শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা স্বীকার করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।