জিনিসপত্রের দাম বাড়ার কারণে কেউ মারা যায়নি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশকে গোলামি থেকে মুক্ত করে উন্নয়নশীল দেশে পরিণত করেছে আওয়ামী
খুলনা থেকে ছেড়ে আসা আন্তঃনগর কপোতাক্ষ ট্রেনে কাটা পড়ে মুদি ব্যবসায়ী আব্দুল লতিফ মল্লিক আরিফ (৫০) মারা গেছেন। আরিফ চুয়াডাঙ্গা শহরের রেলপাড়ার বাসিন্দা মরহুম গোলাম নবী মল্লিকের ছেলে। গতকাল শুক্রবার সকাল ৯টার পর চুয়াডাঙ্গায় রেলগেটের ২০০ গজ উত্তরে ১৩/৯৩ পিলারের নিকট এ দুর্ঘটনাটি ঘটে। লাশ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আরিফ রেলস্টেশনের কাছে সকালে মুদি দোকান খুলে আবার বন্ধ করে বাড়ির দিকে যায়। যাওয়ার পথে রেললাইন পেরুতে চলন্ত ট্রেনের নিচে পড়ে সে মারা যায়।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নরেশ চন্দ্র জানান, তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া আরিফের লাশ দাফন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।