Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

দিনাজপুরে কিশোর গ্যাংয়ের ২০ সদস্য আটক মানবিক বিবেচনায় ১৩ জনকে অভিভাবকের কাছে হস্তান্তর বাকি ৭ জনের বিরুদ্ধে মামলা

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২১, ৪:৪১ পিএম

দিনাজপুর পুলিশ এবার কিশোর গ্যাংদের রুখতে মাঠে নেমেছে। শুক্রবার রাতে শহরের জিলা স্কুলের পিছনে সরকারী কলেজ ও মিউনিসিপ্যাল হাই স্কুলের সামনে থেকে ২০ কিশোরকে আটক করে। আটককৃতদের মধ্যে ১৩ জন ছাত্রকে ভবিষ্যত চিন্তা করে মানবিক বিবেচনায় অভিভাবকদের হাতে বুঝিয়ে দেয়া হয়। বাকি ৭ জনের বিরুদ্ধে মাদক সেবনের মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়।
দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন এক প্রেস ব্রিফিংয়ে জানান, বিশেষ এই অভিযানে আটক ২০ জন মাদক সেবন করছিল। অভিযোগ রয়েছে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন অপকর্মে সম্পৃক্ত হয়ে থাকে। আটককৃতদের মধ্যে ৭ জন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী। অপর ১৩ জন বিভিন্ন কলেজ ও ইনষ্টিটিউটের ছাত্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিশোর গ্যাং


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ