Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পশ্চিমবঙ্গে একই দিনে মোদি-অমিত শাহ’র জনসভা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২১, ১২:৪৯ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলে কোমর বেঁধে নেমেছে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি-বিজেপি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভা করছেন জেলায় জেলায়। তার সঙ্গে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। আনন্দবাজার জানায়, রবিবার একই দিনে রাজ্যে মোদি এবং শাহর জনসভা। বিজেপির দুই প্রধান মুখ জনসভা করবেন বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরের এগরায়।

রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ আগামী ২৭ মার্চ। এর আগে প্রচারের শেষ রবিবার কাজে লাগাতে দৌড়াচ্ছেন মোদি ও শাহ। শনিবারই খড়্গপুরে সভা করে গেছেন মোদি। পরদিন ফের পশ্চিমবঙ্গে যাচ্ছেন তিনি। গত বুধবার পুরুলিয়ায় সভা ছিল তার। পাঁচ দিনে মোদির তৃতীয় সভা রাজ্যে। এর পর ২৪ মার্চও কাঁথিতে জনসভা করবেন তিনি। শুধু মোদি নন, বিধানসভা নির্বাচনের লড়াই যত এগিয়ে আসছে, তত বাংলায় সফর বাড়াচ্ছেন অমিত শাহ। ঝাঁজালো হচ্ছে তার ভাষণও।

গত সোমবার ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় সভা করেছেন অমিত শাহ। সে দিন বাংলা থেকে আসাম গিয়েও ফের যান কলকাতায়। রাতভর বৈঠক করে মঙ্গলবার সকালে ফেরেন দিল্লি। রোববার এগরায় সভার পরে সোমবারও অমিত শাহর সভা আছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়।

এদিকে রবিবার শুধু এগরায় সভা করাই নয়, অমিতের হাত ধরে বিজেপিতে যোগ দিতে পারেন কাঁথির তৃণমূল বিধায়ক শিশির অধিকারী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পশ্চিম বঙ্গ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ