সুরমায় বাড়ছে পানি, কুশিয়ারায় ধীরে ধীরে, বাড়ছে বৃষ্টি সিলেটে !

ফের অস্বস্থি বাড়ছে সিলেটে। আবারও বাড়ছে সিলেট অঞ্চলের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার পানি।
বাকৃবি সংবাদদাতা : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৮ সেপ্টেম্বর থেকে ১০ দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রশাসন। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক ড. আমিনুর রহমান চৌধুরী বলেন, ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের ছুটি শেষে আগামী ১৮ সেপ্টেম্বর রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও অফিসসমূহ চালু হবে।
প্রভোস্ট কাউন্সিলের আহŸায়ক ও তাপসী রাবেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. নূরজাহান বেগম বলেন, আগামী ১০ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবাসিক হলগুলো বন্ধ থাকবে। ১৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে আবাসিক হলগুলো খুলে দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।