‘অপরাজেয়’ মিসাইল পরীক্ষা, আরও শক্তিশালী রাশিয়া

ইউক্রেন অভিযানের পর থেকে রাশিয়া একের পর এক নতুন ও সর্বাধুনিক অস্ত্র প্রদর্শন করছে। তারই
ভারতের রাজস্থান রাজ্যে খেলার সময় লোহার তৈরি শস্য গোলায় আটকা পড়ে ৫টি শিশু দমবন্ধ হয়ে মারা গেছে। রোববার রাজ্যটির বিকানের জেলার হিম্মতসর গ্রামে এই ঘটনাটি ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। এলাকার সার্কেল অফিসার (সিও) পবন ভাদুরিয়া এক বিবৃতিতে বলেন, “খেলার সময় শিশুরা ওই বাড়িতে রাখা লোহার তৈরি একটি শস্য গোলায় ঢুকে মুখ বন্ধ করে দেয়, তারপর তারা আর বের হতে পারেনি। যখন এ ঘটনা ঘটে তখন ওই বাড়িতে কেউ ছিল না, তাই সময়মতো তাদের উদ্ধারও করতে পারেনি।” পুলিশ জানায়, ভীয়ারাম ও তার স্ত্রী কাজ শেষে দুপুর আড়াইটার দিকে (স্থানীয় সময়) মাঠ থেকে ফিরে আসে। শিশুদের মা সন্তানদের খোঁজ শুরু করেন কিন্তু পাচ্ছিলেন না। এরপর প্রায় ৪টার দিকে গোলার মুখ খুলে ভেতরে নিজের চার সন্তান ও ভাতিজিকে দেখতে পান তিনি। এর পরপরই সেবারাম (৪), রাধা (৫), রাভিনা (৭), পুনম (৮) ও মালিকে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন বলে বিকানের জেলার পুলিশ সুপার প্রীতি চন্দ্রা জানান। মারা যাওয়া শিশুদের মধ্যে চারটি মেয়ে ও একটি ছেলে। জিফাইভ নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।