Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নেত্রকোনার সীমান্ত এলাকায় বিজিবির অভিযান : ১৩৭ বোতল ভারতীয় মদ আটক

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২১, ৩:০৫ পিএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ নেত্রকোণা ব্যাটালিয়ন পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ১৩৭ বোতল ভারতীয় মদ আটক করেছে।
বিজিবি ৩১ নেত্রকোণা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক নুরুদ্দীন মাকসুদ মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত জানান, মোহনপুর বিওপি’র হাবিলদার মোঃ জুয়েল আহমেদের নেতৃত্বে একটি টহলদল মঙ্গলবার দুপুর ১ টা ৪০ মিনিটের দিকে রংপুর সীমান্ত এলাকায় টহল দান কালে ৪৮ বোতল ভারতীয় মদ আটক করে। অপরদিকে লেঙ্গুড়া বিওপির সুবেদার মোঃ শাহ্জাহান মৃধা’র নেতৃত্বে একটি টহলদল রবিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে ফুলবাড়ী নামক স্থানে টহল দান কালে ৮৯ বোতল ভারতীয় মদ আটক করে। আটককৃত ভারতীয় মদের আনুমানিক মূল্য ২ লক্ষ ৫ হাজার ৫ শত ২০ টাকা। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে রেখে পালিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ