Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

গৃহবধূ হত্যার প্রতিবাদে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২১, ১:৫০ পিএম

বেগমগঞ্জের অনন্তপুর গ্রামে গৃহবধূ বিবি কুলসুম রুমাকে মারধর করে মুখে বিষ ঢেলে হত্যার প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ করেছে নিহতের স্বজনরা।

সোমবার বেলা সাড়ে ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে, গত ২৫ মার্চ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

মানববন্ধন-সমাবেশে স্বজনরা অভিযোগ করেন, স্বামী আলা উদ্দিন নিশু ও তার পরিবারের সদস্যরা যৌতুকের জন্য প্রায়ই রুমাকে নির্যাতন করতো। সর্বশেষ গত ২৫ মার্চ তাকে মারধর করে মুখে বিষ ঢেলে হত্যা করে তারা। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি। নিহতের স্বজনরা আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় বিচারের দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ