Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মুকসুদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২১, ১০:১২ এএম

চোর সন্দেহে গণপিটুনিতে পান্নু তালুকদার (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত পান্নু একই গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলার আদমপুর গ্রামের সিদ্দিক তালুকদারের ছেলে। মঙ্গলবার ভোরে উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার বিকেলে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহত পান্নুর ছোট ভাই আলী তালুকদার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ১৫ জনের বিরুদ্ধে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

চোর সন্দেহে গণপিটুনিতে পান্নু তালুকদার (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত পান্নু একই গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলার আদমপুর গ্রামের সিদ্দিক তালুকদারের ছেলে। মঙ্গলবার ভোরে উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার বিকেলে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহত পান্নুর ছোট ভাই আলী তালুকদার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ১৫ জনের বিরুদ্ধে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।



 

Show all comments
  • পান্নু ৩০ মার্চ, ২০২১, ১০:১৬ এএম says : 0
    চোর সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যা করার কোন মানে হয় না, এটাও অন্যায়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণপিটুনি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ