Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক চুক্তির পক্ষে ২৩ দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২১, ১২:০২ এএম

ভবিষ্যতের মহামারি মোকাবিলায় একটি ‘আন্তর্জাতিক চুক্তি’ সম্পন্ন করার ব্যাপারে একমত হয়েছেন বিশ্বনেতারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, ২৩ টি দেশের নেতা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও) করোনাভাইরাসের মতো ভবিষ্যত মহামারি মোকাবিলায় এই চুক্তির প্রতি গুরুত্বারোপ করেছেন। গত বছরের নভেম্বরে জি-২০ সম্মেলনে ইউরোপীয় কাউন্সিলের চেয়ারম্যান চার্লস মিখেল বিশ্বব্যাপী সমতার ভিত্তিতে টিকা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক চুক্তির প্রস্তাব দিয়েছিলেন। মঙ্গলবার ফিজি, পর্তুগাল, রোমানিয়া, যুক্তরাজ্য, রুয়ান্ডা, কেনিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, কোরিয়া, চিলি, কোস্টারিকা, আলবেনিয়া, দক্ষিণ আফ্রিকা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, নেদারল্যান্ডস, তিউনিসিয়া, সেনেগাল, স্পেন, নরওয়ে, সার্বিয়া, ইন্দোনেশিয়া, ইউক্রেন ও ডবিøইএইচও’র নেতারা সেই প্রস্তাবে সমর্থন দিয়েছে। রয়টার্স জানিয়েছে, বিশ্বের বিভিন্ন শীর্ষ সংবাদমাধ্যমে লেখা নিবন্ধে বিশ্বনেতারা বলেছেন, ‘আরও মহামারি আসবে। জরুরি স্বাস্থ্য পরিস্থিতি আসবে। এককভাবে কোনও সরকার কিংবা বহুপক্ষীয় চুক্তি করেও এই হুমকি মোকাবিলা সম্ভব না। আমরা মনে করি সব দেশের উচিত মহামারি মোকাবিলায় একটি আন্তর্জাতিক চুক্তির আওতায় আসা’। কলামে নেতারা বলেছেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব সবচেয়ে ভয়াবহ সমস্যার মুখোমুখি হয়েছে। যতক্ষণ পর্যন্ত সবাই নিরাপদ নয়, ততক্ষণ কেউই নিরাপদ নয়।’ টিকার বিতরণ নিয়ে যুক্তরাজ্য ও ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মধ্যে দ্ব›েদ্বর মাঝেই এই চুক্তির আহ্বান এলো। এই অচলাবস্থার জন্য ইইউ টিকা প্রস্তুতকারী কোম্পানিগুলোতে দায়ী করেছে। তবে অ্যাস্ট্রাজেনেকা বলছে, তারা তাদের চুক্তি যথাযথভাবে মেনে চলছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ