Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিতর্ক উড়িয়ে রোনালদোর গোলে জিতল পর্তুগাল

বেলজিয়াম, নেদারল্যান্ডসের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২১, ৪:৩৮ এএম | আপডেট : ৪:৪০ এএম, ৩১ মার্চ, ২০২১

 

আজারবাইজানের বিপক্ষে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে জিতে বাছাইপর্ব শুরু করেছিল পর্তুগাল। পরের ম্যাচে সার্বিয়ার বিপক্ষে দুই গোলে এগিয়ে গিয়েও ২-২ ড্র করে। ওখানেই শেষ নয়। ম্যাচের শেষ দিকে বল গোললাইন পেরিয়ে গেলেও রেফারি গোল না দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। শেষ বাঁশি বাজার আগে আর্ম ব্যান্ড ছুড়ে মাঠ থেকে বেরিয়ে যাওয়া, ভিএআর না থাকায় পর্তুগাল কোচের অসন্তোষ প্রকাশ, এরপর উয়েফার বিবৃতি-সব মিলিয়ে আলোচনা-সমালোচনা হয় অনেক।

অনেকটাই পথভ্রষ্ট পর্তুগিজদের ভীষন দরকার হয়ে উঠেছিল দাপুটে এক জয়ের। সঙ্গে দলের সেরা তারকা রোনালদোর নিজেকে ফিরে পাওয়ারও। অবশেষে সকল বাধাই যেন ডিঙালো ফের্নান্দো সান্তোসের দল। পিছিয়ে পড়ার ধাক্কা সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে লুক্সেমবার্গকে উড়িয়ে বিশ্বকাপ বাছাইপর্বে দ্বিতীয় জয় পেল পর্তুগাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক ফুটবল

২ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ