Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রংপুরে হত্যা মামলায় যুব সংহতির নেতা শাহিন কারাগারে

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২১, ৬:৪৮ পিএম

রংপুরে হত্যা মামলায় মহানগর যুবসংহতির সভাপতি শাহিন হোসেন জাকিরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা বিজ্ঞ বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য. গত বছরের ১১ জুলাই রাত পৌনে ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে জাহিদুন নবী সোহেল (৩২) নামে এক ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী যুবক খুন হন।

এ ঘটনায় পরদিন তার মা হাসিনা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশে স্থানান্তর করা হয়।

তদন্ত শেষে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার আলতাব হোসেন। মামলায় শাহিন হোসেন জাকির ১০ নম্বর আসামি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রংপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ