Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত : স্ত্রীর অবস্থা গুরতর

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ১২:৪০ পিএম

পাবনা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা আলমগীর হোসেন (৩৬), মেয়ে সিনহা খাতুন (৬) নিহত হয়েছেন। গুরতর আহত হয়ে সিনহার মা নাসরিন আক্তার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (২ এপ্রিল ) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর সদরের দোগাছি ইউনিয়নের চরআশুতোষপুর এলাকার ছলিম মোল্লার ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাবনা-সুজানগর রোডে স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেল যোগে মানিকগঞ্জে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। তারাবাড়িয়া বাজারে রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে মোবাইলে কথা বলার সময় বালুভর্তি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান বাবা ও মেয়ে। এ সময় আলমগীরের স্ত্রী গুরুতর আহত হয়।

স্থানীয়রা আরও জানান, এর আগেও সুজানগর উপজেলায় বালুভর্তি ট্রাকের ধাক্কায় একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাক চালক গাড়ি রেখে পালিয়ে গেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ