Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

টঙ্গীতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ : আহত ৩০

প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

টঙ্গী সংবাদদাতা : টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী তাসনিম আক্তার রাফা (১২) সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাস চালককে গ্রেফতার ও কলেজগেট এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ফের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে হাজার হাজার শিক্ষার্থী ও এলাকাবাসী। এসময় টঙ্গী-কালীগঞ্জ, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, নিহত রাফার ঘাতক বাস চালককে গ্রেফতার ও কলেজগেট এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য দীর্ঘদিন দাবি জানিয়ে আসলেও সংশিষ্ট কর্তৃপক্ষ কোন কর্ণপাত করছে না। ইতিপূর্বেও বেশ কয়েকবার ফুটওভার ব্রিজ তৈরির দাবি জানালে তাদেরকে আশ্বাস দিয়ে বিদায় করে দেয়া হয়। এতে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে গতকাল সকাল ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে মহাসড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী সাধারণ। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ছাত্রছাত্রীদের মহাসড়কে থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা করে। এতে তারা বিক্ষুব্ধ হয়ে মহাসড়কে বসে পড়ে। একপর্যায়ে শিক্ষার্থীদের উঠিয়ে দিতে পুলিশ বেধড়ক লাঠিচার্জ শুরু করে। এসময় আখি আক্তার, মাইশা জাহান, সাদিয়া আক্তার, তিশা আক্তার, রহমত উলাহ, মিকাত, সাব্বির হোসেন, তারেক হাসানসহ প্রায় ১৪/১৫ জন শিক্ষার্থী আহত হয়। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ঘটনাস্থলে এসে ঈদের পরে কলেজগেট এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দিলে সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয় এবং যানচলাচল স্বাভাবিক হয়। এ ব্যাপারে জিসিসির ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ যোগাযোগমন্ত্রীর বরাত দিয়ে বলেন, মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে। ঈদের ছুটির পরেই কলেজগেট এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণের কাজ ধরা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টঙ্গীতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ : আহত ৩০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ