পিটিআই কর্মীদের ‘অপ্রয়োজনীয়’ গ্রেফতার বন্ধ কর : পাকিস্তান সরকারকে আদালত

মঙ্গলবার ইসলামাবাদ এবং লাহোর হাইকোর্ট সরকারকে পাকিস্তান তাহরিকে ইনসাফ (পিটিআই) কর্মী ও নেতাদের ‘অকারণে’ হয়রানি
রাশিয়া বলেছে, আমেরিকা ও তার ন্যাটো মিত্ররা যদি রুশ সীমান্তের কাছে ইউক্রেনে আরো সেনা মোতায়েন করে তাহলে রাশিয়ার পিঠ দেয়ালে ঠেকে যাবে এবং পরিস্থতির অবনতি ঘটবে। রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার একথা বলেছেন। তিনি বলেন, আমেরিকা যদি ইউক্রেনে সেনা মোতায়েন করে তাহলে মস্কোও তার নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাড়তি ব্যবস্থা নিতে বাধ্য হবে। পেসকভ জোর দিয়ে বলেন, এতে কোনো সন্দেহ নেই যে, আমেরিকা যদি ইউক্রেনে আরো সেনা মোতায়েন করে তাহলে রুশ সীমান্তের কাছে উত্তেজনা বাড়বে। ফলে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার পক্ষ থেকে বাড়তি পদক্ষেপ নেয়া হবে। তবে কী ব্যবস্থা নেয়া হবে তিনি তা পরিষ্কার করেননি। পেসকভ বলেন, “রাশিয়া এমন কোনো পদক্ষেপ নেয় নি যে, ইউক্রেন ঝুঁকির মুখে পড়বে। রাশিয়া কাউকে হুমকিও দেয় নি। আরটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।