Inqilab Logo

রোববার, ২৩ জানুয়ারী ২০২২, ০৯ মাঘ ১৪২৮, ১৯ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

পাঁচ জেলার সিনেমা হল বন্ধ ঘোষণা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পাঁচ জেলায় সিনেমা হল বন্ধ ঘোষণা করে দেয়া হয়েছে। জেলাগুলো হলো চট্টগ্রাম, নরসিংদী, ফরিদপুর, শেরপুর ও চাঁদপুর। করোনা ঠেকাতে জেলা প্রশাসকরা সরকারের দেয়া ১৮ দফা নির্দেশনার পাশাপাশি সিনেমা হলসহ সকল বিনোদনকেন্দ্র আগামী দুসপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে। ১ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত পর্যটন কেন্দ্র, সিনেমা হল, বিয়ে, খেলাধুলা এবং সব ধরনের সভা-সমাবেশ বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। নির্দেশনা জারি করে ইতোমধ্যে জেলাগুলোর প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে বন্ধ ঘোষণা সংক্রান্ত পোস্ট দেয়া হয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা হল বন্ধ ঘোষণা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ