Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১, ২৪ অগ্রহায়ণ ১৪২৮, ০৪ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

ডিজিটাল প্রযুক্তিতে সেবার ক্ষেত্রে রাসিক এগিয়ে আছে দায়িত্বপ্রাপ্ত মেয়র

প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী সিটি কর্পোরেশন আওতাধীন নগর ডিজিটাল সেন্টারসমূহের উদ্যোক্তাদের সাথে কাউন্সিলরবৃন্দের মতবিনিময় সভা গতকাল সকালে নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্পোরেশনের বিজ্ঞান, তথ্য প্রযুক্তি ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত মেয়র মোঃ নিযাম উল আযীম। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, প্রতিটি ডিজিটাল সেন্টারকে ওয়ার্ড কার্যালয়ের সন্নিকটে নিয়ে আসা হবে এর কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। চাকুরি না খুঁজে ডিজিটাল সেন্টার স্থাপনে এগিয়ে আসার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সেন্টারগুলো সঠিকভাবে পরিচালিত হলে জনসাধারণ এটির প্রতি অধিক আগ্রহী হবেন। কেননা সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কেন্দ্রগুলোর অভিভাবকের দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা বাস্তবায়ন দ্রুত এগিয়ে চলেছে। সর্বক্ষেত্রে ডিজিটালাইজড পদ্ধতি প্রবর্তন করা হচ্ছে। জনগণ এর সুফল ভোগ করছে। দেশের ১১টি সিটি কর্পোরেশনের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন নাগরিক সেবার সকল ক্ষেত্রে এগিয়ে আছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপে বায়ু দূষণ রোধে রাজশাহী সিটি কর্পোরেশন বিশ্বের সেরা নগরী হিসেবে স্বীকৃতি লাভ করেছে। মহানগরবাসীর সর্বাত্মক সহযোগিতার কারণে এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। বিগত বছরে ঈদ উল আজহার দিন মধ্য রাতের মধ্যেই রাজশাহী সিটি কর্পোরেশন কোরবানির বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছিল। আসন্ন ঈদ উল আজহার দিন একই লক্ষ্যে আমরা কাজ করছি। লক্ষ্য অর্জনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। আলোচনায় অংশগ্রহণ করেন কাউন্সিলর বেলাল আহমেদ, কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি স্থায়ী কমিটির সদস্যসচিব ও প্রধান প্রকৌশলী আশরাফুল হক, উদ্যোক্তা মোঃ হাসিবুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান আসিফ প্রমুখ। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিজিটাল প্রযুক্তিতে সেবার ক্ষেত্রে রাসিক এগিয়ে আছে দায়িত্বপ্রাপ্ত মেয়র
আরও পড়ুন