Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

হাওর রক্ষায় দ্রুত বাঁধ নির্মাণ করুন

চি ঠি প ত্র

| প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২১, ১২:২৫ এএম

সুনামগঞ্জ জেলাকে হাওর কন্যা বলা হয়ে থাকে। বাঁধ প্রকল্পের জন্য প্রতি বছর কোটি কোটি টাকা বরাদ্দ আসে। চলতি মওসুমে ১৫ ডিসেম্বর ২০২০ তারিখে বাঁধ নির্মাণের কাজ শুরু হওয়ার কথা। আর শেষ হওয়ার কথা ৭ মার্চ ২০২১ তারিখে। সুনামগঞ্জ জেলার হাওর বাচাঁও আন্দোলন কমিটি ১৫ ফেব্রুয়ারি ২০২১ পরিদর্শন করে। কিন্তু এসময় বাঁধ নির্মাণের কোনো চিহ্নই দেখা যায়নি। পরবর্তীতে সংসদ সদস্য এনামুল হক ৭ মার্চ পর্যন্ত বাঁধ নির্মাণ কার্যক্রমের সময়সীমা বাড়িয়েছেন। পরিতাপের বিষয় হলো, মার্চ শেষে এপ্রিল চলছে, এর মধ্যে কিছু সংখ্যক বাঁধের কাজ শেষ হলেও এখনো অনেক বাঁধের কাজ আরম্ভই হয়নি। দিন দিন নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। কয়েকদিন পর বৃষ্টিপাত শুরু হবে। তাই কৃষকের মনে আতংক বাড়ছে। সময় মতো বাঁধ নির্মাণে এতো অবহেলা কেন? সরকারের কাছে কৃষকদের বড় দাবি, হাওর রক্ষা করার জন্যে সময়মত বাঁধ নির্মাণ করা। কৃষকের সোনার ফসল রক্ষা করার জন্য অতি শীঘ্রই বাঁধের কাজ শেষ করা প্রয়োজন। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসক ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।

আসাদ বিন সফিক
শিক্ষার্থী, সুনামগঞ্জ সরকারি কলেজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চি ঠি প ত্র

২ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন