Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

চিকিৎসকের ওপর হামলার নিন্দা খুলনা বিএমএ’র, কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা আগামীকাল

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২১, ৮:০৭ পিএম

গত ৪ এপ্রিল খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমিত পাল এর উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিএমএ খুলনা। আজ সোমবার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মহামারির এই বিপদজনক সময় নিজের ও পরিবারের জীবন বিপন্ন করে মানুষের সেবায় নিয়োজিত থাকা একজন তরুণ চিকিৎসকে হত্যার উদ্দেশ্যে এই ধরনের ন্যক্কার জনক হামলার ঘটনায় খুলনা বিএমএ’র নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করছেন। করোনা মহামারির কথা বিবেচনা করে বিএমএ খুলনা জেলা শাখা এখন পর্যন্ত কঠোর আন্দোলন থেকে বিরত রয়েছে তবে আগামীকাল ৬ এপ্রিল দুপুর ২ টার মধ্যে আসামীদের গ্রেফতার করে বিচারের আওতায় না আনা হলে খুলনা বিএমএ আগামীকাল নির্ধারিত জরুরী সভা থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।’

বিবৃতিদাতারা হলেন খুলনা বিএমএ’র সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম, সাধারণ সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজ, সহ-সভাপতি অধ্যাপক ডা. ধীরাজ মোহন বিশ্বাস, ডা. গাজী মিজানুর রহমান, ডা. মোল্যা হারুন অর রশীদ,কোষাধ্যক্ষ ডা. প্রশান্ত কুমার বিশ্বাস, যুগ্ম-সম্পাদক অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু, সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ মামূন অর রশীদ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস কে বল্লভ, প্রচার ও জন-সংযোগ সম্পাদক ডা. সুমন রায়, সাংস্কৃতি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. পরিতোষ কুমার চৌধূরী, গ্রন্থগার প্রকাশনা সম্পাদক ডা. মাহমুদ হাসান লেনীন, কার্যকরী পরিষদ সদস্য ডা. আনোয়ারুল আজাদ, ডা. এ টি মনজুর মোর্শেদ, অধ্যাপক ডা. মনোজ কুমার বোস, ডা. ডালিয়া আখতার, ডা. খান আহমদ হেলালী প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ