Inqilab Logo

ঢাকা, বুধবার, ১৯ মে ২০২১, ০৫ জৈষ্ঠ্য ১৪২৮, ০৬ শাওয়াল ১৪৪২ হিজরী

বাগেরহাটের মোড়েলগঞ্জে পানগুছি নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২১, ৮:৩৯ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে নদীতে গোসল করতে নেমে সাবিনা আক্তার (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার (০৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মোরেলগঞ্জ শহরের পুরানো থানা ঘাটস্থ পানগুছি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সাবিনা। সাবিনাকে উদ্ধারে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান শুরু করেছে।

নিখোঁজ সাবিনা মোরেলগঞ্জ শহরের পুরানো থানা ঘাট এলাকার শাহজালাল শেখের মেয়ে।

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, মোরেলগঞ্জের ষ্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ বলেন, শিশুটিকে উদ্ধারের জন্য খুলনার একটি ডুবুরি দলসহ আমরা অভিযান শুরু করেছি। তবে এখন পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাগেরহাট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ