Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাগুরায় ৬১ ব্যবসায়ীকে জরিমানা ১ জনের জনের জেল

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২১, ১:০৯ পিএম

মাগুরায় করোনা বিধি নিষেধ অমান্য করায় ৬১ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া ভ্রাম্যমান আদালতের কাজে বাধা দেয়ায় শাহজাহান নামে এক ব্যবসায়ীকে ১০ দিনের কারাদন্ড দিয়েছে
আদালত। মাগুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান জানান, লকডাউন কার্যকর করার জন্য সারাদিন শহরে একাধিক ভ্রাম্যমান আদালত দায়িত্ব
পালন করে। এ সময় সরকারি বিধি নিষেধ অমান্য করার দায়ে ৬১ ব্যবসায়ীকে মোট ৬১ হাজার ৭৫০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের কাজে বাধা দেয়ায় শহরের আতর আলী রোডে শাহজাহান নামে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। মাগুরার জেলা প্রশাসক ড, আশরাফুল আলমের নির্দেশে কর্মকান্ড পরিচালিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমাণ আদালত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ