লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজার সামনে প্রাইভেটকার উল্টে আহত ২
মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে অতিরিক্ত গতির কারণে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে দুমড়ে-মুচড়ে গেছে একটি প্রাইভেটকার। এ ঘটনায় ২ জন গুরুতর আহত
রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে মঙ্গলবার দুপুরে এক আসামি টয়লেটে হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আসামির নাম রবিন (২৩)। তবে তাকে কি মামলায় ডিবি আটক করেছিল তা জানা যায়নি। তিনি এখন সুস্থ রয়েছেন। তাকে হাসপাতালের ১৭ নং ওয়ার্ডে ভর্তি করা হয়।
নাম না প্রকাশ করার শর্তে আরএমপির এক পুলিশ কর্মকর্তা বলেন, হারপিক খেয়ে এক আসামি আত্মহত্যার চেষ্টা করেছিল। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে এখন সুস্থ রয়েছে। রামেক হাসপাতালের জরুরী বিভাগ ও ডিবি অফিস থেকে হারপিক খাওয়ার তথ্য নিশ্চিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।