দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতালে রোগী ভর্তি শুরু

রোগী ভর্তি শুরু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) করোনা ডেডিকেটেড হাসপাতাল। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের
সালথার তান্ডব কবলিত স্থান পরিদর্শন করলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। গতকাল সকালে সালথায় আসেন তারা। এরপর এক সংক্ষিপ্ত জনসভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, দলের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমান, লে. কর্নেল (অব.) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, এস এম কামাল, ডা. দিপু মনি ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। সালথা উপজেলা পরিষদ চত্ত্বরে সকলেই বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন হেফাজত ইসলামী বাংলাদেশে অরাজনৈতিক সংগঠনের কথা বলেন । কিন্তু তারা এখন বিএনপি জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। একই সাথে বাংলাদেশকে পাকিস্তান আফগানিস্তানের পর্যায়ে নিয়ে যাওয়ায় ব্যস্ত। কিন্তু তাদের স্বপ্ন কোনদিন পূরণ হবে না। বক্তারা বলেন এখানে যে ঘটনা ঘটানো হয়েছে তার বিচার করতে হবে এবং বাংলার মাটিতে তার বিচার হবে। তারা এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের সিসিটিভিতে ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। এছাড়া এই ঘটনায় যদি দলীয় ব্যক্তি জড়িত থাকে তাকে খুঁজে বের করার জন্য প্রশাসনের আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।