Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

দ্বি-রাষ্ট্র সমাধানের আহবান

ফিলিস্তিনিদের জন্য তহবিল পুনর্বহাল করলেন বাইডেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২১, ১২:০৭ এএম

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ফিলিস্তিনিদের জন্য সহায়তা তহবিল পুনরায় চালু করছেন। জো বাইডেন এর আগে দ্বি-রাষ্ট্র সমাধানের আহবান জানিয়েছিলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে, ফিলিস্তিনিদের সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র সাড়ে ২৩ কোটি মার্কিন ডলার দেবে। এর মধ্যে ১৫ কোটি ডলার জাতিসংঘ সংস্থায়, সাড়ে সাত কোটি পশ্চিম তীর ও গাজার অর্থনীতি ও উন্নয়ন সহায়তা হিসেবে এবং শান্তি স্থাপন প্রচেষ্টার জন্য এক কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র। ইসরাইলের মিত্র হিসেবে পরিচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে দাঁড়িয়ে জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র ফিলিস্তিনবিষয়ক জাতিসংঘ শরণার্থী সংস্থায় তহবিল দেওয়া পুনরায় শুরু করবে। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে আলোচনাকালে জো বাইডেন ইসরাইল-ফিলিস্তিন সমস্যা সমাধানের জন্য দ্বি-রাষ্ট্র নীতিতে যুক্তরাষ্ট্রের সমর্থন নিশ্চিত করেছেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা বলা হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিøনকেন বলেছেন, ফিলিস্তিনিদের জন্য যুক্তরাষ্ট্রের এ সাহায্য মার্কিনি স্বার্থ ও মূল্যবোধের ক্ষেত্রে খুবই গুরুত্বপ‚র্ণ। কারণ এটি আলোচিত দ্বি-রাষ্ট্র সমাধানের দিকে এগিয়ে যাওয়ার উপায়। এদিকে ইসরাইল যুক্তরাষ্ট্রের এ উদ্যোগের বিপক্ষে প্রতিক্রিয়া জানিয়েছে। যুক্তরাষ্ট্রে ইসরাইলি দ‚ত বলেছেন, ‘আমরা বিশ্বাস করি তথাকথিত শরণার্থীবিষয়ক জাতিসংঘের এই সংস্থা বর্তমান কাঠামোয় থাকা উচিত নয়।’ ইসরাইল বলছে, জাতিসংঘের সহায়তাপ্রাপ্ত স্কুলগুলো যে শিক্ষা দেয় তাতে ইহুদি রাষ্ট্র বিরোধিতাকে উসকে দেওয়া হয়। ইরানের পরমাণু কর্মস‚চি বন্ধে ভিয়েনায় যে আলোচনা শুরু হয়েছে তাতে যুক্তরাষ্ট্রের পরোক্ষ অংশগ্রহণেক্ষুব্ধ ইসরাইল। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর ঘোর বিরোধী। অপর দিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটিতে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে গুরুত্বপ‚র্ণ নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন। হোয়াইট হাউজ থেকে বাইডেন এ সংক্রান্ত পদক্ষেপের ঘোষণা করবেন। যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র খুবই সহজলভ্য। এজন্য দেশটিতে প্রায়ই মর্মান্তিক ঘটনা ঘটছে। এমনই প্রেক্ষাপটে এই নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন বাইডেন। বাইডেনের নির্বাহী আদেশে অদৃশ্য অস্ত্রসহ বৈধভাবে সহজলভ্য হালকা আগ্নেয়াস্ত্র সংগ্রহ ও ব্যবহারের ওপর কিছুটা নিয়ন্ত্রণ আনা হবে। তবে আগ্নেয়াস্ত্র আইনে পরিবর্তন ছাড়া এ লড়াইয়ে সফলতার সম্ভাবনা খুবই কম। তারপর বারাক ওবামার মতো আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ কিছু একটা করার চেষ্টা করছেন বাইডেন। যদিও যুক্তরাষ্ট্রে রক্ষণশীলদের কাছে আগ্নেয়াস্ত্র আইন খুবই স্পর্শকাতর। রিপাবলিকান দলের অধিকাংশ আইনপ্রণেতা আগ্নেয়াস্ত্র ব্যবহার নিয়ন্ত্রণ বা নিষিদ্ধের ঘোর বিরোধী। তারা এটাকে নাগরিক স্বাধীনতার ওপর হস্তক্ষেপের শামিল বলে মন্তব্য করেছে। তবে স¤প্রতি কলোরাডো ও জর্জিয়ায় সহিংস ঘটনা ঘটে। এরপরই অনেকটা নড়েচড়ে বসেন বাইডেন। তিনি বলেন, আর এক মুহ‚র্তও সময় নষ্ট করতে চান না তিনি। সাধারণ পদক্ষেপের মাধ্যমে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের মাধ্যমে প্রাণহানি কমানোর কথা বলেছেন বাইডেন। তিনি বলেন, একটি প‚র্ণাঙ্গ আইন ছাড়া যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ নিয়ে চাপে ফেলার জন্য কংগ্রেসকে কিছু পদক্ষেপ নেয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি। এএফপি, সিএনএন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ