Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

রমজানের আগেই খুলনায় বেগুনে আগুন!

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২১, ৭:২৩ পিএম

রমজান সমাগত প্রায়। ইফতারির জনপ্রিয় সুস্বাদু একটি আইটেম হচ্ছে বেগুনী। রমজান আসতে না আসতেই খুলনায় বেগুন চলে গিয়েছে ক্রেতাদের প্রায় নাগালের বাইরে। বিক্রেতারা বলছেন লকডাউনের কারণে বাজারে সরবরাহ কম থাকায় বেগুনের দাম বেশী। অন্যদিকে ক্রেতারা বলছেন, রমজানকে সামনে রেখে অসাধু বিক্রেতারা বেশী দাম হাঁকছেন।

খুলনার বড়বাজার, চিত্রারী বাজার, দৌলতপুর বাজার, সান্ধ্যবাজার, এবং টুটপাড়া জোড়াকল বাজার ঘুরে দেখা গিয়েছে, দু সপ্তাহ আগে বেগুন বিক্রি হয়েছে প্রকার ভেদে ২০ থেকে ২৫ টাকায়। গত সপ্তাহে দাম বেড়ে কেজি প্রতি ৩০ টাকায় বিক্রি হয়েছে। আজ শুক্রবার ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হয়েছে। বিক্রেতারা জানিয়েছেন আগামী সপ্তাহে বেগুনের দাম আরো বাড়তে পারে।

চিত্রালী বাজারের পাইকারী বিক্রেতা আব্দুল করীম জানান, পাইকাররা বেশী দাম নিচ্ছে বলে খুচরা বাজারে বেগুনের দাম বেশী। বাজারে এ সময় ভালো বেগুন পাওয়া যায় না। চৈত্রমাসে বেগুনের দাম চড়া থাকে।

খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা গ্রামের বেগুন চাষী সামাদ মুন্শী জানান, এবার বেগুনে পোকামাকড়ের সংক্রমণ বেশী ছিল। বেগুনের বড় অংশ ক্ষেতেই নষ্ট হয়ে গিয়েছে। এজন্য বাজারে সরবরাহ কম। তাছাড়া বেগুনের বড় একটা অংশ আসে যশোরের মণিরামপুর থেকে। লকডাউনের কারণে বেগুন বাজারে কম আসছে। তাই বেগুনের দাম বেশী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ