Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

করোনাবিধি লঙ্ঘন জরিমানা গুনলেন নরওয়ের প্রধানমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারি করা স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গকে জরিমানা করা হয়েছে। শুক্রবার নরওয়ের পুলিশ এ তথ্য জানিয়েছে। পুলিশ জানায়, নিজের জন্মদিন উদযাপনে পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করে করোনার সামাজিক দূরত্ব বজায় রাখার নীতিমালা ভেঙেছেন প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ। এজন্য তাকে জরিমানা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান ওলে সায়েভেরাদ জানান, প্রধানমন্ত্রীকে নরওয়ের মুদ্রায় ২০ হাজার ক্রাউন (২৩৫২ ডলার) জরিমানা করা হয়েছে।

আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, মহামারি শুরুর পর এখন পর্যন্ত নরওয়েতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ৯৬০ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৬৮৪ জনের। সূত্র : রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ