Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খুলনায় মহাবারুণী স্নান অনুষ্ঠিত

উপেক্ষিত লকডাউন

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

লকডাউন উপেক্ষা করে খুলনায় মহাবারুণী পুণ্যস্নান করেছেন শত শত হিন্দু ধর্মাবলম্বী মানুষ। খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে কপোতাক্ষ নদীতে গতকাল সকাল থেকে এ স্নান অনুষ্ঠিত হয়। নারী পুরুষরা সকাল থেকে নদীতে নেমে এ উৎসব পালন করেন। তবে অন্যান্য বছরের মত এবার কোনো মেলা অনুষ্ঠিত হয়নি। লকডাউনের মধ্যে এ ধরণের আয়োজন এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
শুক্রবার সকাল ৭টা থেকে কপিলমুনি কালীবাড়ী ঘাটে কপোতাক্ষ নদীতে স্নানের মধ্য দিয়ে চারশত বছরেরও বেশি সময়ের ঐতিহ্যবাহী মহা বারুণী স্নান অনুষ্ঠিত হয়। পুণ্যের আশায় নারী ও পুরুষরা একসাথে নদীতে নামেন। হিন্দু ধর্মাবলম্বীরা জানিয়েছেন, প্রতি বছর চৈত্র মাসের মধূকৃষ্ণা ত্রয়োদশীতে কপিলমুনি কালীবাড়ি ঘাটে পালন করেন বারুণীর স্নান উৎসব। এবারও কয়েকশ’ পুণ্যার্থী স্নান করেন। এ ব্যাপারে কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়াদ্দার জানান, করোনা মহামারীর মধ্যে সরকারি নির্দেশনা মেনেই সকাল ৭টা থেকে কপিলমুনির কপোতাক্ষ কালীবাড়ী ঘাটে হিন্দু ধর্মাবলম্বীরা শুধুমাত্র বারুণী স্নান উৎসব পালন করেছেন। এ সময় তিনি কালীবাড়ী ঘাটে পুণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজ শফি পুণ্যস্নানের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ