Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ১৮ মে ২০২১, ০৪ জৈষ্ঠ্য ১৪২৮, ০৫ শাওয়াল ১৪৪২ হিজরী

নোয়াখালীর বেগমগঞ্জে বসতভিটা নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ৭

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২১, ১০:০৬ পিএম

বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নে বাড়ির বসতভিটার জায়গা মাপতে গিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। পরে আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ।

শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার বড় হোসেনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির জায়গা পরিমাপ চলছিল। এ সময় বড় ভাই শহিদ উল্যাহ ও তার ছোট ভাই মো. ছেকায়েত উল্যাহ ও অপর ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু'পক্ষের সংঘর্ষ বেধে গেলে পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের ৭ জন আহত হয়। গুরুতর আহতরা হলেন,মো. ছাকায়েত উল্যাহ, সখিনা আক্তার, মাহমুদুল হাসান।

আহত ছাকায়েত উল্যাহ দাবি করেন, বড় ভাই শহিদ উল্যাহ ও তাঁর ছেলে মো. আব্দুর রহমান রুবেল, মো. বাবুন এবং হোসেনসহ কয়েকজন তাকে পিটিয়ে আহত করে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ