Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিবগঞ্জে জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষা, কৃষিসহ বিভিন্ন বিষয়ে ব্যাপক উন্নয়ন এটাই প্রমাণ করে যে শিবগঞ্জবাসী অত্যন্ত সচেতন। কিন্তু সন্ত্রাস, মাদক, অস্ত্র ব্যবসায়ী, নাশকতাসহ বিভিন্ন রাষ্ট্র ও সমাজবিরোধী কাজ ব্যাপকভাবে ছড়িয়ে আছে। যা অন্যান্য উপজেলার চেয়ে অনেক বেশি। তাই গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই সকল ক্ষমতার উৎস এ নীতিতে বিশ্বাসী হয়ে আমাদের সকলকে জনগণের সেবক হিসাবে কাজ করে যেতে হবে। গণসচেতনা সৃষ্টির মাধ্যমে বন্ধ করতে হবে এ সমস্ত রাষ্ট্র ও সমাজবিরোধী কাজ। যুবসমাজকে রক্ষা করতে হবে বলে সকলের প্রতি আহŸান জানান নবাগত জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম। গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ ইরতিজা আহসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম বলেন, আগামীতে এ উপজেলার যাবতীয় উন্নয়নের ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করা হবে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আফাজ উদ্দিন, ওসি এমএম ময়নুল ইসলাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সায়েমা খাতুন, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিবগঞ্জে জেলা প্রশাসকের সাথে মতবিনিময়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ