খুলনায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
খুলনায় তাপস পাল (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের গিলাতলা
নিষিদ্ধ সময়ে মেঘনা নদীতে মাছ শিকারের অভিযোগে লক্ষ্মীপুরের কমলনগরে জাটকাসহ ৩৬ জন জেলেকে আটক করা হয়েছে। শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে মেঘনার কাদিরপণ্ডিতের হাট এলাকা থেকে তাদের আটক করে কোস্টগার্ড।
এসময় জেলেদের কাছ থেকে জাটকাসহ বিভিন্ন প্রজাতির ২০০ কেজি মাছ এবং তাদের ব্যবহৃত ইঞ্জিনচালিত একটি ট্রলার জব্দ করা হয়। আটক জেলেরা কমলনগর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের মধ্যে ২৭ জন প্রাপ্তবয়স্ক এবং নয়জন অপ্রাপ্তবয়স্ক।
কোস্টগার্ডের কমলনগর কন্টিনজেন্ট কমান্ডার পেটি অফিসার মো. মোখলেছুর রহমান জানান, জাটকা সংরক্ষণের লক্ষ্যে সরকার মেঘনা নদীতে মার্চ-এপ্রিল দুই মাস মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করেছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্টগার্ড শনিবার মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে। এ সময় জাটকাসক বিভিন্ন প্রজাতির ২০০ কেজি মাছ ও ইঞ্জিনচালিত একটি ট্রলারসহ ৩৬ জেলেকে হাতেনাতে আটক করা হয়।
তিনি বলেন, আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করার পাশাপাশি জব্দ করা মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।