Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ১৮ মে ২০২১, ০৪ জৈষ্ঠ্য ১৪২৮, ০৫ শাওয়াল ১৪৪২ হিজরী

ফেসবুকের পর এবার ৫০ কোটি লিংকড ইন প্রোফাইলের তথ্য ফাঁস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২১, ৪:৩০ পিএম

সম্প্রতি ফেসবুকের ৫৩ কোটি ব্যবহারকারীর তথ্য ফাঁসের ঘটনা প্রকাশিত হয়েছে। সেই খবরের রেশ শেষ হতে না হতেই এবার জানা গেছে, ৫০ কোটি লিঙ্কড ইন একাউন্ট এর তথ্য ফাঁসের খবর।

আজ থেকে ১৭ বছর আগে অর্থাৎ ৫ মে ২০০৩ সালে লঞ্চ করা হয়েছিল প্রোফেশনাল নেটওয়ার্কিং এর জন্য বহুল ব্যবহৃত প্লাটফর্ম লিংকড ইন। এটি এখন বেশ জনপ্রিয়। সাইবার নিউজ এর তথ্যানুযায়ী একটি জনপ্রিয় হ্যাকার ফোরামে বিক্রির জন্য সংরক্ষণ করা হয়েছে ৫০ কোটি ব্যবহারকারীর তথ্য। এ ছাড়াও নমুনা হিসেবে মোট ৪টি ফোল্ডারে এ রাখা হয়েছে আরও ২ কোটি প্রোফাইল।

ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে ব্যবহারকারীর লিংকড ইন আইডি, ব্যবহারকারীর পুরো নাম, ইমেইল এড্রেস, জেন্ডার, লিংকড ইন প্রোফাইলের লিংক ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রোফাইলের লিংক। তথ্য ফাঁসের পাশাপাশি প্রফেশনাল টাইটেল এবং অন্যান্য কাজ সম্পর্কিত তথ্যও ফাঁস হয়েছে বলে জানা গেছে। সূত্র: ইন্ডিয়া টুডে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তথ্য ফাঁস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ