Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

নিউরালিংকে গেম খেললো বানর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২১, ৪:৩৬ পিএম

এবার মস্তিষ্কে কম্পিউটার চিপ বসানো একটি বানরকে দেখা গেল ভিডিও গেম খেলতে। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার মালিক ইলন মাস্কের স্টার্টআপ সংস্থা নিউরালিংক শুক্রবার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ৩ মিনিটের ওই ভিডিওতে বানরটিকে ‘মাইন্ড পং’ খেলতে দেখা গেছে।

মাস্ক তার এই প্রজেক্ট বাস্তবায়ন করার চেষ্টায় আছেন নিউরোসায়েন্স স্টার্টআপ নিউরালিং থেকে। ওয়্যারলেস ব্রেন-কম্পিউটার ইন্টারফেস প্রতিস্থাপনের উদ্দেশ্যে ২০১৬ সালে এটি প্রতিষ্ঠা করেন তিনি। স্মৃতিশক্তি হ্রাস, শ্রবণশক্তি হ্রাস, হতাশা এবং অনিদ্রার মতো সমস্যার কথা উল্লেখ করে মাস্ক ওয়েবকাস্টে বলেন, ‘প্রতিস্থাপনযোগ্য একটি ডিভাইস সত্যি এই সমস্যাগুলোর সমাধান করতে পারে।’

এর আগে মাস্ক তার টুইটারে লেখেন, ‘নিউরালিংকের প্রথম প্রোডাক্টের মাধ্যমে প্যারালাইসিস রোগীরা আরও দ্রুততার সঙ্গে মোবাইল ব্যবহার করতে পারবেন।’ ২০২০ সালের আগস্টে মাস্ক তার কম্পিউটার চিপ প্রতিস্থাপনের জন্য তিনটি প্রাণীকে নির্বাচন করে দুটির শরীরে সেট করেন। তখন তিনটি প্রাণীকেই সংবাদ সম্মেলনে হাজির করা হয়। তখন মাস্ক বলেন, ‘চিপ লাগানো দুটি পিগ অন্যটির থেকে বেশি সুস্থ, হাসিখুশি।’

নিউরালিংকের প্রধান সার্জন ম্যাথিউ ম্যাকডুগাল জানিয়েছেন, মানুষের ক্লিনিক্যাল ট্রায়ালে শুরুতে অল্প কয়েক জন প্যারালাইসিস রোগীকে যুক্ত করা হবে। মাস্ক গত বছর একটি শূকরের ব্রেনে কয়েন আকৃতির চিপ স্থাপন করে দুই মাস রাখেন। তার দাবি, একইভাবে মানুষের শরীরে এই চিপ স্থাপন করে অনেক রোগের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। সূত্র: রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ