Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

টাঙ্গাইলে সবজি বোঝাই পিকআপে ফেনসিডিল, আটক ২

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২১, ১১:১০ এএম | আপডেট : ১১:৫৮ এএম, ১২ এপ্রিল, ২০২১

টাঙ্গাইলে সবজি বোঝাই পিকআপ থেকে ৩৫৫ পিস ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে র‍্যাব।

রোববার (১১ এপ্রিল) সকালে মির্জাপুর বাইপাস থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মদনখালি গ্রামের দুলাল মিয়ার ছেলে নাজমুল ইসলাম (২২) ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মালদহ গ্রামের রফিকুল ইসলামের ছেলে পিকআপ চালক সিরাজুল ইসলাম (২৫)।

র‍্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় একটি বেগুন ও ডাটা ভর্তি পিকআপে তল্লাশি চালানো হয়।

এসময় সেখান থেকে ৩৫৫ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় নাজমুল ইসলাম ও পিকআপ চালক সিরাজুল ইসলামকে আটক করা হয়। জব্দ করা হয় পিকআপটি। র‍্যাবের এই ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ