Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

কারখানা বিক্রির খবরে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২১, ৭:০৭ পিএম

চট্টগ্রাম ইপিজেডের কারখানা বিক্রির খবরে সোমবার শ্রমিকরা বিক্ষোভ করেছে। চট্টগ্রাম ইপিজেডের প্রায় পাঁচ শতাধিক পোশাকশ্রমিক বেপজা অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা ইপিজেডের ৫ নম্বর সড়কে বন্ধ হয়ে যাওয়া তিনটি পোশাক কারখানার শ্রমিক।

কারখানা তিনটি হলো এনবি আউট ওয়্যারস লিমিটেড, কোল্ড প্লে স্কুল প্রোডাক্ট ও নর্মস আউটফিট লিমিটেড। কারখানা তিনটির মালিকের নাম নাজমুল আবেদিন। কারখানা বিক্রির খবর শুনে পাওনা টাকার দাবিতে তারা বেপজা অফিসের সামনে অবস্থান নেন।

পুলিশ জানায়, কারখানা তিনটিতে প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করতেন। গত বছরের ফেব্রুয়ারিতে কারখানা তিনটি বন্ধ করে দেন মালিক পক্ষ। এ সময় ১৬ মাসের মজুরি বকেয়া ছিল বলে অভিযোগ শ্রমিকদের। সেই বকেয়া মজুরির দাবিতে তিন কারখানার পাঁচ শতাধিক শ্রমিক বিক্ষোভ করেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, কারখানা বিক্রি হয়ে গেছে শুনে শ্রমিকেরা বেপজা অফিসের সামনে এসে ভিড় করেছেন। তারা প্রথমে সড়কে অবরোধ সৃষ্টি করতে চেয়েছিলেন। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ