Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ০৬ মে ২০২১, ২৩ বৈশাখ ১৪২৮, ২৩ রমজান ১৪৪২ হিজরী

দক্ষিনাঞ্চল করোনা সংক্রমনে আরো ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৭

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২১, ১:৩৪ পিএম

দক্ষিনাঞ্চল জুড়ে করোনা পরিস্থিতির ক্রমবনতি অব্যাহত থাকার মধ্যে বরিশাল,পিরাজপুর ও ঝালকাঠীতে আরো ৩ জনের মৃত্যু হল। এ নিয়ে দক্ষিণাঞ্চলে মোট মৃত্যুর সংখ্যা ২২৬ জনে উন্নীত হওয়ায় মৃত্যুহার এখন ১.৭৯%। মঙ্গলবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় আরো ১০৭ জন সহ মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১২ হাজার ৭৩৭ জনে। গত ২৪ ঘন্টায় শের এ বাংলা মেডিকেল কলেজ ও ভোলার আরটিÑপিসিআর ল্যাব সহ দক্ষিণাঞ্চলে ৫১৩ জনের নমুনা পরিক্ষায় ১০৭ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। ফলে এ অঞ্চলে এখন গড় সনাক্তের হার ১৪.৫১%। বরিশাল,ভোলা,পিরোজপুর ও ঝালকাঠীর পরিস্থিতি এখনো যথেষ্ঠ নাজুক। পটুয়াখালী ও বরগুনার অবস্থাও খুব স্থিতিশীল না হলেও তুলনামূলকভাবে কিছুটা ভাল ছিল মঙ্গলবারে। স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেব অনুযায়ী গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন মাত্র আরো ১৪ জন। দক্ষিনাঞ্চলে সুস্থতার হার ৮৫.১৮%-এ হ্রাস পেয়েছে। যা ইতোপূর্বে ছিল ৯৮%-এরও বেশী।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসেব অনুযায়ী মঙ্গলবার দুপুরের পূববর্তি ২৪ ঘন্টায় বরিশাল জেলায় নতুন করোনা সংক্রমিতের সংখ্যা ছিল ৪৫ জন। যার মধ্যে ৩৩ জনই করোনার হটস্পট বরিশাল মহানগরীতে। মারা গেছেন একজন। বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজার টানা ১৫ দিন চিকিৎসাধীন থাকার পরে হাসপাতালটির আইসিইউ’তে মারা গেছেন। এরফলে বরিশাল মহানগরীতে ৫৬ জন সহ জেলায় মৃতের সংখ্যা দাড়াল ৯৬ জনে। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ৫ হাজার ৭৯৫ জনের মধ্যে করোনার অতুরঘড় বরিশাল মহানগরীতেই সংখ্যাটা প্রায় ৫ হাজার।
গত ২৪ ঘন্টায় ভোলাতেও নতুন করে ২৭ জন আক্রান্ত হয়েছেন। ফলে এ দ্বীপজেলাতে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৪১৬ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪ জনের। পিরোজপুরেও গত ২৪ ঘন্টায় নতুনকরে ১৩ জন আক্রান্তের পাশাপাশি একজনের মৃত্যু হয়েছে। জেলার নেসারবাদ উপজেলার করোনা সংক্রমিত ৭০ বছর বয়স্ক এক ব্যক্তি নিজ বাড়ীতে মারা গেছেন। এনিয়ে জেলাটিতে আক্রান্তের সংখ্যা দাড়াল ১ হাজার ৪০৭ জনে। মারা গেছেন ২৯ জন।
দক্ষিণাঞ্চলের সবচেয়ে ছোট জেলা ঝালকাঠীতেও গত ২৪ ঘন্টায় আরো একজনের মৃত্যুর সাথে নতুনকরে আক্রান্ত হয়েছেন আরো ১২ জন। এনিয়ে ৪ উপজেলার ঝালকাঠীতে মারা গেলেন ২১ জন। আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৩ জন। জেলা শহরের বাহার রোডে ৭০ বছর বয়স্ক ঐ ব্যাক্তি বরিশাল শের এ বাংলা মেডিকল কলেজ হাসপাতালে মারা গেছেন। এসময়ে বরগুনাতেও নতুনকরে দুজন আক্রান্তের ফলে ৫ উপজেলার এ জেলাতে মোট আক্রান্তর সংখ্যা দাড়াল ১ হাজার ১৩৩ জনে। জেলাটিতে এ পর্যন্ত মারা গেছেন ২২জন।
বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মঙ্গলবার সকালে ৩৯ জন ছাড়াও আইসোলেশন ওয়ার্ডে ১২২ জন চিকিৎসাধীন ছিলেন। এছাড়াও হাসপাতালটির নিবিড় পরিচর্জা কেন্দ্রে চিকিৎসাধীন আরো ১২ জন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ