Inqilab Logo

মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

বার্মিংহাম স্যান্ডওয়েল গ্রান্ড মাসজিদের শুভ উদ্বোধন

লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের বহুমুখী দ্বীনি খেদমতের আরও এক ধাপ সম্প্রসারণ

বার্মিংহাম থেকে মো. হুসাম উদ্দিন আল হুমায়দী | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২১, ৪:৪২ এএম | আপডেট : ৯:৫৪ এএম, ১৫ এপ্রিল, ২০২১

যুক্তরাজ্যের বার্মিংহামের নিকটবর্তী ওয়েস্টব্রমইচ ঐতিহ্যবাহী লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের দ্বিতীয় প্রজেক্ট সান্ডওয়েল গ্রান্ড মসজিদের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত ১১ এপ্রিল রবিবার জুহরের নামাজ আদায়ের মাধ্যমে মাসজিদটির যাত্রা শুরু হয়। মাসজিদের উদ্বোধন উপলক্ষে স্থানীয়, ইউকে এবং বিশ্বের বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লীদের মাঝে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। কোবিড-১৯ এর কঠোর নিয়ম-কানুন পালনের মধ্য দিয়ে এতে বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন।

দি ব্রিটিশ মুসলিম স্কুলের শিক্ষার্থী বিলাল আহমদের পবিত্র কুরআন তেলাওয়াত ও আব্দুল বাছিতের নাশিদ পরিবেশনার মাধ্যমে শুরু হওয়া সংক্ষিপ্ত উদ্বোধনী উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের অন্যতম ফাউন্ডার মেম্বার আলহাজ নাছির আহমদ। উক্ত সভাটি পরিচালনা করেন লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের জয়েন্ট সেক্রেটারি খুরশেদ উল হক।

কমিউনিটির সর্বস্তরের মানুষের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহণে উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ মাওলানা সাদ উদ্দিন সিদ্দিকী (লুটন), হযরত মাওলানা আব্দুল কাহহার (লন্ডন), মানিক রহমান (কেন্ট, লন্ডন), মাওলানা রফিক আহমদ (বার্মিংহাম), আনিছ চৌধুরী (কেন্ট, লন্ডন), ওলী খান এমবিই (লুটন), হাফিয সাব্বির আহমদ (কভেন্ট্রি), ফয়জুর রহমান চৌধুরী এমবিই (বিএমসি), কামরুল হাসান চুনু (বিএমসি), মোস্তফা চৌধুরী যুবরাজ (বার্মিংহাম, বাংলা প্রেস ক্লাব) ও শাহিন চৌধুরী (ওয়েস্টব্রমইচ)।

লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স এবং মাসজিদের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করে বক্তব্য রাখেন কমপ্লেক্সের চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান। সভায় দোয়া পরিচালনা করেন লন্ডন দারুল হাদিস লতিফিয়ার প্রিন্সিপাল শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রঃ) এর সুযোগ্য নাতি মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী।

উদ্বোধনী অনুষ্ঠানে আগত মুসল্লীগণ সদ্য প্রতিষ্ঠিত মাসজিদে সর্বপ্রথম নামাজ আদায়ের সুযোগ পেয়ে মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় বক্তারা এলএফসি’র অসম্পন্ন কাজ সম্পন্ন করতে মাদরাসা ও মাসজিদের কাজ সম্প্রসারণে এগিয়ে আসার জন্য ধর্মপ্রাণ মুসলিমদের নিকট আহ্বান জানান। বক্তাগণ আগামী ১৬ রামাদ্বান (২৮ এপ্রিল) বুধবার এটিএন বাংলায় অনুষ্ঠিতব্য লাইভ ফান্ড রাইজিং আপিলে উদার হস্তে দান করার জন্য কমিউনিটির সকলের প্রতি আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এলএফসি’র সেক্রেটারি মোঃ মিসবাউর রহমান, মওলানা রুকনুদ্দীন আহমদ, হাফিয মাওলানা কয়েছুজ্জামান (লন্ডন), কাজী আংগুর মিয়া, হাফিয আব্দুুল হেকিম (লন্ডন), মোঃ এমদাদ হোসাইন, আলহাজ মাহবুবুর রহমান চৌধুরী, আলহাজ আব্দুস ছালাম (লুটন), সেলিম আহমদ (কেন্ট), মাওলানা নুরুল আমিন, মাওলানা মোঃ হুসাম উদ্দিন আল হুমায়দী, হাফিয আলী হোসেন (বাবুল), আলহাজ কাজী নানু মিয়া, আলহাজ জসিম উদ্দিন, মাওলানা গুলজার আহমদ, মাওলানা মাহবুব কামাল, মাওলানা আব্দুল গাফফার, হাজী হাসন আলী হেলাল, মাস্টার আব্দুল মুহিত, আতাউর রহমান, আলহাজ আব্দুল গফুর, হাজী হারুন মিয়া, আলহাজ আজির উদ্দিন (আবদাল), ফিরুজ খান, আব্দুল মোশাহিদ (কেন্ট), সেলিম রহমান (কেন্ট), ক্বারী মাহফুজুল হাসান খান, মাওলানা বদরুল হক খান, হাজী সাহাব উদ্দিন, আকিকুর রহমান, মাস্টার আব্দুল বাসির, ক্বারী মতিউর রহমান, ক্বারী আবুল খয়ের প্রমুখ।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

Show all comments
  • তুষার আহমেদ ১৫ এপ্রিল, ২০২১, ৮:৩৩ এএম says : 0
    ইসলামের জন্য আপনাদের এই খেদমত আল্লাহ কবুল করুক
    Total Reply(0) Reply
  • ।।শওকত আকবর।। ১৫ এপ্রিল, ২০২১, ৮:৫২ এএম says : 0
    Apnara Safal Hoben Engsa-allah
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ