Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইরানের সেই মসুলের মসজিদটি পুনর্নির্মাণ হচ্ছে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২১, ২:১০ পিএম

সন্ত্রাসীরা ২০১৭ সালে গুঁড়িয়ে দিয়েছিল ইরাকের মসুল শহরের বিখ্যাত আল-নুরি মসজিদটি। ঐতিহাসিক এ স্থাপনাটি পুনর্নির্মাণের অংশ হিসেবে নকশা জমা দিতে ২০২০ সালের নভেম্বরে প্রতিযোগিতার আয়োজন করেছিল ইউনেসকো। সে প্রতিযোগিতায় জয়ী হয়েছে মিসরের আট স্থপতির একটি দল।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানবিষয়ক সংস্থাটি বৃহস্পতিবার প্রতিযোগিতার ফল প্রকাশ করে।

প্রাচীন শহরটির পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে মসজিদ পুনর্নির্মাণের কাজ শুরু করছে ইউনেসকো।

দ্বাদশ শতাব্দীতে নির্মিত মসজিদটি হেলানো মিনারের জন্য প্রসিদ্ধ। আইএসের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরাকি সেনাদের রক্তক্ষয়ী সংঘর্ষের (মসুল যুদ্ধ) সময় এটি ক্ষতিগ্রস্ত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরাক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ