Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

লালপুরে আগুনে বসতবাড়ি পুড়ে ছাই

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২১, ১২:২৮ পিএম

নাটোরের লালপুর উপজেলার পানঘাটা গ্রামের তিন কৃষক পরিবারের ৮টি বসত ঘর পুড়ে ছাই হয়েগেছে। শনিবার (১৭ এপ্রিল) রাত ২ টার দিকে উপজেলার কদিমচিলান ইউপির পনঘাটা সরদার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে প্রায় ১৫০ মন রসুন, মূল্যবান মালামাল, ধান-চাল, নগদ অর্থ ও ৮টি ঘরসহ প্রায় ৬ লক্ষটার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবার।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,‘গত রাত ২ টার দিকে কদিমচিলান ইউপির পানঘাটা গ্রামের আকবর সরদারের ঘরে আগুন লাগে। কিছু ক্ষনের মধ্যেই আগুন আকবর সরদারের তিন ছেলে আলম, আলমগীর, জাহাঙ্গীরও পাশ্ববর্তী আজগরের ছেলে আবুল ও আবুল হোসেনের ছেলে সহাবুলের ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুন দেখে ছুটে আসে ও লালপুর ফায়ার সাভিসে খবর দেয়। খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় ৮টি ঘরে থাকা চৈতালী ফসল প্রায় ১৫০ মন রসুনসহ সমস্থ আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।
লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ