Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

কুমিল্লার তালিকাভুক্ত সন্ত্রাসী মোতালেব চট্টগ্রামে গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২১, ৬:৩৯ পিএম

কুমিল্লার তালিকাভুক্ত সন্ত্রাসী মোতালেবকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে নগরীর ডবলমুরিং থানার মিস্ত্রিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণসহ তিনটি মামলা রয়েছে। সে ২০১৬ সালে তার ভাবীকে হত্যা করার পর এতদিন আত্মগোপনে ছিল।

গ্রেফতারকৃত মোতালেব কুমিল্লার বাঙোরা বাজারের মৃত সুবেদার আব্দুল মালেকের ছেলে।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, মোতালেব কুমিল্লা জেলার চিহ্নিত সন্ত্রাসী। সে চুক্তিভিত্তিক অপহরণ ও অন্যান্য অপরাধে জড়িত ছিল। ২০১৬ সালে তার চাচাতো ভাইয়ের বউ ইভাকে হত্যা করে চট্টগ্রাম পালিয়ে আসে। এরপর থেকেই ডবলমুরিং মিস্ত্রিপাড়া এলাকায় থাকে সে। এখানে জাহের ম্যানশন নামে একটি ভবনে কেয়ারটেকার হিসেবে কাজ করত। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে ২০১৫ সালে একটি অপহরণ মামলা ও একটি ধর্ষণ মামলা রয়েছে। এছাড়া ২০১৬ সালে একটি হত্যা মামলাও রয়েছে তার বিরুদ্ধে।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ