Inqilab Logo

ঢাকা, বুধবার, ১৯ মে ২০২১, ০৫ জৈষ্ঠ্য ১৪২৮, ০৬ শাওয়াল ১৪৪২ হিজরী

করোনায় আক্রান্ত বলিউড অভিনেতা সোনু সুদ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২১, ৮:৩৮ পিএম

আবারো বলিউডে করোনার থাবা। এবার করোনায় আক্রান্ত অভিনেতা সোনু সুদ। আজ, শনিবার টুইটারে এই কথা জানিয়েছেন অভিনেতা। বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। প্রসঙ্গত, এ মাসের শুরুতেই করোনার টিকা নিয়েছিলেন তিনি।

তিনি লিখেছেন, 'আজ সকালে আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। আমি ইতিমধ্যেই নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি ও নিজের শরীরের যত্ন নিচ্ছি। চিন্তা করবেন না, আপনাদের সমস্যা সমাধানের জন্য আমি আরও সময় পেয়ে গেলাম। মনে রাখবেন আমি সব সময় আপনাদের পাশে আছি।' অভিনেতার করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা।

উল্লেখ্য, গত বছরে লকডাউনের সময় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন বলিউডের এই প্রথম সারির অভিনেতা। প্রবাসী শ্রমিকদের ভারতে ফিরিয়ে আনতে সাহায্য করেছিলেন তিনি। পাশাপাশি মানুষের কর্মসংস্থান ও আর্থিক সাহায্য করেছেন তিনি। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ