Inqilab Logo

ঢাকা, শনিবার, ১৫ মে ২০২১, ০১ জৈষ্ঠ্য ১৪২৮, ০২ শাওয়াল ১৪৪২ হিজরী

খুলনায় আজ করোনা শনাক্ত ৮২, সুস্থ হলেন ১১ জন

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২১, ১১:০৭ পিএম

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবের পরীক্ষায় আজ শনিবার ৮২ জনের করোনা পজিটিভ এসেছে। মোট ৪১২ জনের করোনা পরীক্ষা করা হয় । এর মধ্যে ২১৬ জন ছিলেন খুলনা মহানগরী ও জেলার।

করোনা শনাক্তদের মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৫৩ জন, বাগেরহাট ২৬ জন, যশোর ১ জন, গোপালগঞ্জ ১ জন ও সিরাজগঞ্জ জেলার ১ জন রয়েছেন।

খুমেক হাসপাতালের করোনা ইউনিটে এখন পর্যন্ত ৭১ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আটজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

খুমেক এর আরএমও ডা. সুহাস রঞ্জন হালদার জানান, করোনা ইউনিটে ভর্তি ৭১ রোগীর মধ্যে রেডজোনে ৩৬ জন এবং ইয়েলো জোনে ৩৫ জন ভর্তি রয়েছেন। আইসিইউতে ভর্তি রয়েছেন আটজন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ জন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ