Inqilab Logo

ঢাকা, শনিবার, ১৫ মে ২০২১, ০১ জৈষ্ঠ্য ১৪২৮, ০২ শাওয়াল ১৪৪২ হিজরী

‘রেখা এমন ভাব করত, যেন মনে হত সে পুরুষদের কাছে সহজলভ্য’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

একসময়ের শীর্ষ অভিনেত্রী রেখার জীবন তার ভক্তদের কাছে সবসময়ই একটি বিরাট প্রশ্ন। তিনি তার সারা জীবনে সত্যিকারের ভালবাসার কাছে পৌঁছতে পারেননি, আর সবসময়ই তাকে নিঃসঙ্গতার সঙ্গে যুঝতে হয়েছে। অনেক অভিনেতাকে জড়িয়ে তার সম্পর্কের কথা বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে। এসব অভিনেতাদের মধ্যে একজন যে সঞ্জয় দত্ত তা খুব বেশি মানুষ জানে না। তবে সঞ্জয়ের মা নার্গিস দত্ত কিন্তু ‘খুবসুরত’ অভিনেত্রীকে কখনই পছন্দ করতেন না। এমনও শোনা যায় রেখার সঙ্গে সঞ্জয়ের গোপনে বিয়েও হয়েছিল, আর এই বিয়েকে মনে করেই রেখা সিঁদুর পরতেন। ১৯৮৪ সালে ফিল্ম ‘জমিন আকাশ’-এ একসঙ্গে অভিনয়ের পর তাদের প্রায়ই একসঙ্গে দেখা যেত, আর অনেক গুজবও সৃষ্টি হয়েছিল সে সময়। দুজনই চুপ ছিলেন এই মেলামেশার ব্যাপারে। সঞ্জুর মা নার্গিস তাদের সম্পর্ক আর রেখাকে নিয়ে স্পষ্টতই নাখোশ ছিলেন। ১৯৬৭ সালে দেয়া এক সাক্ষাতকারে সুনীল দত্ত’র স্ত্রী এবং ‘মাদার ইন্ডিয়া’ তারকা নার্গিস বলেছিলেন,” সে এমন সব ভাব দেখায় যাতে পুরুষরা ধরে নেয় সে সহজলভ্য।অনেকের চোখে সে এক ডাইনির চেয়ে কম কিছু নয়।” রেখা সম্পর্কে তিনি আরও বলেন,” অনেক সময় মনে হয়েছে আমি তাকে বুঝতে শুরু করেছি। আমি তার সমস্যা বুঝেছি। আমি মানসিক সমস্যাগ্রস্ত শিশুদের নিয়ে অনেক বছর কাজ করেছি। সে নিজের থেকে হারানো এক মানুষ। তার একজন শক্তিশালী পুরুষ প্রয়োজন।” রেখার সঙ্গে যেসব অভিনেতাকে নিয়ে গুজব রটেছে তার মধ্যে আছেন- অমিতাভ বচ্চন, শত্রæঘন সিনহা, অক্ষয় কুমার এমনকি স্বয়ং সুনীল দত্ত। 

Show all comments
 • মুক্তিকামী জনতা ১৯ এপ্রিল, ২০২১, ১:০৪ এএম says : 0
  আমি তো প্রথমে মনে করেছিলাম কি মহামূল্যবান নিউজ। পরে দেখি পুরায় সময় নষ্ট।
  Total Reply(0) Reply
 • রুবি আক্তার ১৯ এপ্রিল, ২০২১, ১:০৫ এএম says : 0
  আমরা বিনোদন জগতের নষ্ট খবর চাই ন্া।
  Total Reply(0) Reply
 • মোঃ নাজমুল ইসলাম ১৯ এপ্রিল, ২০২১, ১:০৫ এএম says : 0
  বাস্তবিক জীবনেও অভিনয়!!!
  Total Reply(0) Reply
 • তপন ১৯ এপ্রিল, ২০২১, ১:০৬ এএম says : 0
  খুব ভালো...
  Total Reply(0) Reply
 • হেদায়েতুর রহমান ১৯ এপ্রিল, ২০২১, ৯:৫৯ এএম says : 0
  সে যা-ই হোক অভিনেত্রী হিসেবে তিনি তুখড়
  Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেখা

২৭ সেপ্টেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ