Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্বাস্থ্যবিধি নেই, লাহোরে ইফতার বাজারে ভিড়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

করোনাভাইরাস মহামারীর ভারে ভারাক্রান্ত বিশ্ব। দ্বিতীয় বছর ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এবং সর্বশেষ ভারতের ধরনের কারণে করোনাভাইরাস নিয়ে শঙ্কিত বিশ্ব। এরই মধ্যে রমজান শুরু হয়েছে। মুসলিমরা একদিকে রোজা পালন করছেন, অন্যদিকে করোনা থেকে বাঁচার জন্য আল্লাহর নিকট পানাহ চাওয়ার পাশাপাশি টিকাও গ্রহণ করছেন। কিন্তু বিভিন্ন ধরনের কারণে তা ভ্যাকসিন প্রতিরোধক হয়ে যাচ্ছে কি না তা এখনো গবেষণার বিষয়। করোনাভাইরাসের ভ্যারিয়েন্ট টিকা প্রতিরোধক হোক বা না হোক বিশেষজ্ঞরা সকলকেই স্বাস্থবিধি যথাযথভাবে মেনে চলার পরামর্শ দিয়ে চলেছেন। কিন্তু তা মানার প্রবণতা মানুষের মাঝে অত্যন্ত কম বলেই মনে হচ্ছে। ইচ্ছাকৃত হোক বা বেখেয়ালে হোক মানুষ মাস্ক পরিধান করছে না, ভিড় এড়িয়ে শারীরিক দূরত্ব বজায় রাখছে না। এমনটাই দেখা গেল প্রথম রমজানে পাকিস্তানে লাহোরের একটি বাজারে। ইফতারের পূর্বক্ষণে মানুষ ইফতার কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েছেন একটি দোকানে। আর এসময় ক্লিক করে ওঠে এএফপির পক্ষে কর্মরত ফটো সাংবাদিক আরিফ আলির ক্যামেরা। সূত্র : দ্য টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ