Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

‘এলপিজি সিলিন্ডারের দাম পুননির্ধারণ করুন’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

এলপিজি সিলিন্ডারের দাম পুননির্ধারণের দাবি জানিয়েছেন বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। তিনি বলেছেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণে ভোক্তা স্বার্থ রক্ষা না করে বেসরকারি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করেছে। গতকাল এক বিবৃতিতে তিনি এদাবি জানান। এ সময় বেসরকারি সিলিন্ডারের দাম পুননির্ধারণ করে খুচরা বাজারে তা কার্যকর করার দাবি জানান।

খালেকুজ্জামান বলেন, গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণের জন্য সম্প্রতি বিইআরসি গণশুনানী করেছে। সেখানে ভোক্তা সংগঠন ক্যাব সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যে সব মতামত দিয়েছিল, জনস্বার্থের সেইসব মতামত বিইআরসি’র সিদ্ধান্তে প্রতিফলিত হয়নি। গণশুনানীতে বিইআরসি’র টেকনিক্যাল কমিটিও বেসরকারি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে সেটাই কার্যকর করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ