Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মামুনুল হককে গ্রেপ্তারে সামাজিক মাধ্যমে যে প্রতিক্রিয়া

আবদুল মোমিন | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২১, ৮:৩৬ এএম

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেপ্তারের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। বহু মানুষ ফেসবুকে তার গ্রেপ্তারের খবর পোস্ট করে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই মামুনুল হককে গ্রেপ্তারের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তি চেয়েছেন। আবার কেউ কেউ সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন।

আজ রোববার (১৮ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে বেলা ১২টার দিকে মামুনুল হককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে মোহাম্মদপুর থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান তেজগাঁও জোনের ডিসি হারুন অর রশিদ।

ফেসবুকে ক্ষোভ জানিয়ে সিরাজুল ইসলাম মাসুদ লিখেছেন, ‘‘গ্রেফতারকৃতদের লিষ্ট আরো লম্বা হবে।হতাশ হওয়ার কিছু নেই।ধৈর্য্য ধারন করি। প্রভূর কাছে দোয়া করি।আমাদের এই মুহূর্তে প্রধান হাতিয়ার হচ্ছে দোয়া, আমাদের দৃঢ় বিশ্বাস ও শেষ রাতের চোখের পানি।’’

রেজাউল ইসলামের মন্তব্য, ‘‘ভালোই হয়েছে। এটা হেফাজতের আন্দোলনকে আরো বেগবান করতে সহায়তা করবে। ধিমী গতিতে প্রাণ সঞ্চার হবে। সরকার যদি মনে করে থাকে যে তাদের এরকম দমন-পীড়ন হেফাজতকে দমিয়ে ফেলতে পারবে তাহলে সেটা তাদের অনেক বড় ভুল। সময়ের সাথে সাথেই তারা এটা খুব ভালো করেই উপলব্ধি করতে সক্ষম হবে।’’

ইব্রাহিম হোসেন লিখেছেন, ‘‘লকডাউন নামে তামাশা আর হেফাজতে নেতাদের গ্রেফতার..সরকার ভালো পদ্ধতি করছে..লকডাউন সফল হইছে..মেহেরবানি করে এবার লকডাউন তুলে নেওয়া হোক।’’

যয়নব যাকিরা লিখেছেন, ‘‘মুমিনের বুকে সাহস রাখতে হবে। যালিমের যুলুম যেন মুমিনকে ভিতু না করে। আলেম-ওলামাদের নির্যাতন পৃথিবীতে নতুন নয়। ভারতবর্ষে কি হয়েছিলো আমরা সকলেই জানি। তাই সাহস রাখতে হবে। তারা বাংলার যমিন থেকে আলেম শূন্য করতে চায়। কিন্ত এটা তাদের দ্বীবাস্বপ্ন ছাড়া কিছুই নয়।’’

তবে রাইহান জান্নাত রুহি লিখেছেন, ‘‘আমরা কিছু মানুষ এখনো অন্ধের মতো ভুলকে বিশ্বাস করি, মামুনুল সাহেব পাপ করেছে, পাপের শাস্তি হোক, এটাই সবার কাম্য হওয়া উচিত। ইসলাম পবিত্র ধর্ম, ধর্মের নামে রাজনীতি বা ব্যবসা ইসলাম সমর্থন করে না।’’

শহিদুল ইসলাম লিখেছেন, ‘‘তার একটা অদূরদর্শী কর্মের কারনে আজকে হেফাজতকে কঠিন মূল্য দিতে হচ্ছে। জিহ্বার চেয়ে যখন কথার ওজন বেশী হয়ে যায়,তখন এ রকম পরিস্থিতি সৃষ্টি হওয়া স্বাভাবিক। যাই হোক,বিচার বিভাগের কাছে সুষ্ঠ তদন্তের দাবী জানাচ্ছি। কেউ যেনো অহেতুক জুলুমের স্বিকার না হয়,সে দিকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ রইলো।’’



 

Show all comments
  • নুরজাহান ১৯ এপ্রিল, ২০২১, ৯:৫৩ এএম says : 0
    হে আল্লাহ তুমি আলেমদেরকে হেফাজত করো
    Total Reply(0) Reply
  • পলাশ ১৯ এপ্রিল, ২০২১, ৯:৫৪ এএম says : 0
    গ্রেফতার করে আলেমদেরকে দমানো যাবে না
    Total Reply(0) Reply
  • সবুজ ১৯ এপ্রিল, ২০২১, ৯:৫৫ এএম says : 0
    দেশে যে কি শুরু হলো কিছুই বুঝতেছি না
    Total Reply(0) Reply
  • সফিক আহমেদ ১৯ এপ্রিল, ২০২১, ৯:৫৫ এএম says : 0
    মহান আল্লাহ তায়ালা উত্তম বিচারক
    Total Reply(0) Reply
  • জাফর ১৯ এপ্রিল, ২০২১, ৯:৫৭ এএম says : 0
    যাই হোক, বিচার বিভাগের কাছে সুষ্ঠ তদন্তের দাবী জানাচ্ছি।
    Total Reply(0) Reply
  • md faruk ১৯ এপ্রিল, ২০২১, ১১:১০ এএম says : 0
    লকডাউন সফল.......! সরকার বাহাদুর তো এবার লকডাউন উঠিয়ে ফেলতে পারেন। জনগণকে অহেতুক কষ্ট দিয়ে লাভ কি.....? নাকি কোন লাজ-লজ্জার ভয় আছে? নাকি কোন মান-অভিমান......?
    Total Reply(0) Reply
  • M Rashid ১৯ এপ্রিল, ২০২১, ২:০০ পিএম says : 0
    আলেম সমাজের উপর নির্যাতন এদেশের মানুষ কখনোই ভালোভাবে নিচ্ছে না। পাড়া মহল্লা থেকে শুরু করে শহর পর্যন্ত সবার মনে ঘৃণার জন্ম হচ্ছে। দয়া করে এই অপচর্চা বন্ধ করুন। আল্লাহ আপনি উত্তম ফয়সালাকারী দয়া করে সাহায্য করুন।
    Total Reply(0) Reply
  • মুসলিম উদ্দন ১৯ এপ্রিল, ২০২১, ৫:২৮ পিএম says : 0
    ৭১এ পশ্চিমপাকিস্তানিরাও এরূপ করে ছিল, যার পরিণামে বাংলাদেশ পেয়ে ছিল স্বাধীনতা। আর এখন এক দল জালেম তাই করছে। তাই আশা করি আমরাও ইসলামি স্বশাসন পাব।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামুনুল হক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ